𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৯ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৯ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- Under 23 World Wrestling Championship 2024 প্রতিযোগিতায় ৫৭ কেজি বিভাগের সোনা জিতল - ভারতের চিরাগ চিক্কারা।
- সম্প্রতি কোন ব্যাঙ্ককে ভারতের সেরা ব্যাঙ্ক হিসাবে ঘোষণা করা হয়েছে- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
- কোন রাজ্যে বারদা বন্যপ্রাণী অভয়ারণ্য উদ্বোধন করা হচ্ছে- গুজরাট।
- ভারতের প্রথম বেসরকারী সামরিক বিমান কারখানা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল- গুজরাট।
- সম্প্রতি প্রকাশিত বই 'The Book Of Now' বইটি কার লেখা - Manaj V Jain।
- City with the best public transport system 2024 পুরস্কার পেল কোন শহর - ভুবনেশ্বর।
- গ্রিন হাইড্রোজেন পাওয়ার সাপ্লাই এর জন্য সম্প্রতি ভারতীয় সেনা কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে - NHPC।
- কোথায় অনূর্ধ্ব-23 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে- আলবেনিয়া।