𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৫ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৫ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- National Wildlife Week 2024 পালিত হয় কবে - অক্টোবর ২ তারিখ থেকে ৮ তারিখ।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা প্রেস্পা হ্রদটি কোন মহাদেশে অবস্থিত - ইউরোপ।
- সম্প্রতি প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা মোহন রাজ, তিনি কোন ভাষার সিনেমার জন্য বিখ্যাত - মালায়ালাম।
- World Animal Day 2024 পালিত হল কবে - ৪ অক্টোবর।
- কেন্দ্র সরকার কোন পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল - বাংলা, অসমীয়া,মারাঠি, পালি ও প্রাকৃত।
আরও পড়ুনঃ ৪ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- ISSF junior world championship 2024 প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল কে - খুশি।
- 2024 SASTRA Ramanujan prize কে পেলেন - Alexander।
- Water, Energy, Technology, and Environment Exhibition (WETEX) 2024 কোথায় অনুষ্ঠিত হলো - দুবাই।
- ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হল কোন রাজ্যে - কেরালা।
- সম্প্রতি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে- ভারত, নেপাল ও বাংলাদেশ।
- সম্প্রতি হিমাচল প্রদেশের পর্যটনের জন্য $162 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।