Online Mock Test Join Now

৪ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৪ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,



ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৪ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৪ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • প্রথম খো খো বিশ্বকাপ ২০২৫ আয়োজন করছে কোন দেশ- ভারত।


  • ন্যাটোর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কে - মার্ক রুটে


  • সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে- দুবাই


  • ICC মহিলা T20 বিশ্বকাপ কোথায় আয়োজিত হচ্ছে- UAE


  • NITI Aayog সম্প্রতি কোন রাজ্যে মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে - তেলেঙ্গানা।


  • মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হলেন - Claudia Sheinbaum


আরও পড়ুনঃ ৩ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি দেশী গরুকে ' রাজ্য মাতা ' হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য সরকার - মহারাষ্ট্র।


  • উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে - পি কে গুপ্তা।


  • সম্প্রতি নীতি আয়োগ প্রথম মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম (WEP) -এর উদ্বোধন করেছে- তেলেঙ্গানা রাজ্যে।


  • SAFF অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ জয়ী দেশ হল- ভারত। (Memory Bank: SAFF ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ভুটানের চাং লিমিথাং স্টেডিয়ামে।)


  • মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক ও ভোক্তা হল- ভারত।


  • 2024-25 সালের মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় 25 টি কম্প্রেসড বায়ো গ্যাস (CBG) প্ল্যান্টের পরিকল্পনা করেছে- অয়েল ইন্ডিয়া লিমিটেড।


  • সম্প্রতি ভূটানের পুনর্নবীকরণযোগ্য শক্তি সেন্টারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে- রিলায়েন্স এন্টারপ্রাইজ।


  • সম্প্রতি পেরুতে অনুষ্ঠিত 10 মিটার এয়ের রাইফেল ইভেন্টে জোড়া সোনা জয়লাভ করেছে- পার্থ মানে।


  • ISSF জুনিয়র চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন- দিবাংশি।


  • সম্প্রতি ওয়াল্ড গ্রীন ইকোনমি ফোরাম চালু করেছে- দুবাই।


  • আন্তর্জাতিক ও ভারতের খো খো ফেডারেশনের ঘোষণা অনুযায়ী ভারতে উদ্বোধনী খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- 2025 সালে।



নবীনতর পূর্বতন