Online Mock Test Join Now

৬ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৬ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৬ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৬ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • বিজ্ঞানীরা সম্প্রতি প্লুটোর কোন চাঁদে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড গ্যাস সনাক্ত করেছেন - Charon।


  • সম্প্রতি, ভারতের মেরিটাইম ডিকার্বনাইজেশন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল - নতুন দিল্লি।


  • MIDORI Prize 2024 পেলেন কারা - কাজাকিস্তান এর Vera Voronova এবং পেরুর Ysabel Agustina Calderón Carlos।


  • সম্প্রতি ভারতীয় নেভি , Euronaval 2024 প্রতিযোগিতায় যোগ দিলেন, এটি কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে - ফ্রান্স।


  • World Space Week 2024 কবে পালিত হয় - ৪ অক্টোবর থেকে ১০ই অক্টোবর।


  • India-Germany Military Cooperation Sub Group (MCSG) 2024 কোথায় অনুষ্ঠিত হবে - বার্লিনে।


  • World Teachers Day or International Teachers Day কবে পালিত হয় - ৫ অক্টোবর।



নবীনতর পূর্বতন