৭ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৭ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৭ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৭ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • ইরানি কাপ ২০২৪ বিজেতা দল কোনটি - মুম্বাই।


  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে - Aviral Jain।


  • সম্প্রতি, ভারত, নেপাল এবং আর কোন দেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে - বাংলাদেশ।


  • সম্প্রতি কোন দেশের সাথে ভারত গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য একটি MOU স্বাক্ষর করেছে - আমেরিকা।


  • সম্প্রতি কোন রাজ্য জরায়ুর ক্যান্সার নির্মূল প্রচারের জন্য একটি উদ্যোগ চালু করেছে - কর্ণাটক।


  • সম্প্রতি কোন কোম্পানির সাথে ভারতীয় ডাক বিভাগ লজিস্টিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি চুক্তি করেছে - Amazon।


আরও পড়ুনঃ  ৬ অক্টোবর ২০২৪ তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স


  • ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024' কোথায় আয়োজিত হবে - আসাম।


  • ইউরোনোভাল 2024 প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হবে- প্যারিসে।


  • সম্প্রতি ই-কমার্স ডেলিভারি উন্নত করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে- ভারতীয় ডাক বিভাগ ও Amazon


  • সম্প্রতি দিল্লিতে যুগ্মভাবে এরোসিস্টেম প্রাইভেট লিমিটেড চালু করেছে- ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।


  • সম্প্রতি ভারতে ডিকার্বনাইজেশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- নিউ দিল্লিতে।


  • সম্প্রতি কেন্দ্র সরকার যুব সমাজের কর্মবৃদ্ধির জন্য লঞ্চ করেছেন- প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম।


  • সম্প্রতি ভারতে ডিকার্বনাইজেশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- নিউ দিল্লিতে।


  • সম্প্রতি কেন্দ্র সরকার যুব সমাজের কর্মবৃদ্ধির জন্য লঞ্চ করেছেন- প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম।



নবীনতর পূর্বতন