𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৯ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৯ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন দেশ "ফাত্তাহ-২" নামে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে - ইরান।
- 2024 সালের মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন কে - ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুনক । (Micro RNA আবিষ্কার করার জন্য)
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের 77তম অধিবেশনের চেয়ারপারসন কে হলেন - জেপি নাড্ডা।
- জার্মানির পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন - অজিত ভিনায়ক গুপ্তে।
- ২০২৪ পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেলেন কে - John J. Hopfield এবং Geoffrey E. Hinton।
- সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কত তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের উদ্বোধন করলেন - ৭০ তম।
আরও পড়ুনঃ ৮ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Bharatiya Kala Mahotsav ২০২৪ কোথায় অনুষ্ঠিত হচ্ছে - তেলেঙ্গানাতে।
- সম্প্রতি অবসর ঘোষণাকারী দীপা কর্মকার হলেন একজন- জিমন্যাস্ট। (2018 সালে ভারতের হয়ে প্রথম জিমন্যাস্টিক সোনা জয়ী দীপা কর্মকার পদ্মশ্রী, অর্জুন পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে সম্মানিত।)
- জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন- অজিত বিনায়ক।
- মাইক্রো RNA আবিষ্কারের জন্য মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন- অ্যামব্রুস ও রুভকুন।
- সম্প্রতি মালদ্বীপের আর্থিক সমস্যা মোকাবিলার জন্য $400 মিলিয়ন ও 3000 কোটি মুদ্রা বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েছে- ভারত।
- RBI -এর ডেপুটি গভর্নর পদে নিযুক্ত রয়েছেন- রাজেশ্বর রাও।
- ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদকজয়ী দেশ হল- ভারত।
- WHO -এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের 77তম অধিবেশন অনুষ্ঠিত হবে- নিউ দিল্লিতে।