১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Aranya Zoo কোন রাজ্যে অবস্থিত - হিমাচল প্রদেশ।


  • বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার প্রজেক্ট কোথায় তৈরি হয়েছে - মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপরে।


  • Commonwealth এর নতুন জেনারেল সেক্রেটার পদে কে নিযুক্ত হলেন - ঘানার বিদেশ মন্ত্রী Shirley Ayorkor Botchwey।


  • World Savings Day কবে পালিত হয় - ৩১ শে অক্টোবর।


আরও পড়ুনঃ ৩১ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • World Vegan Day কবে পালিত হয় - ১ নভেম্বর।


  • National Unity Day 2024 পালিত হয় - ৩১শে অক্টোবর।


  • Climate and Health Africa Conference (CHAC 2024) কোথায় অনুষ্ঠিত হয়েছে - জিম্বাবোয়ে।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Mount Fuji পর্বত কোন দেশে অবস্থিত - জাপান।


  • সম্প্রতি টাইফুন ঝড় Kong-rey কোথায় দেখা গেল - তাইওয়ান।



নবীনতর পূর্বতন