১১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১১ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • Hurun India Philanthropy List 2024 তালিকায় প্রথম স্থান পেয়েছেন কে - Shiv Nadar।

  • অলিম্পিকে দুবার পদকজয়ী নীরজ চোপড়ার কোচ কে হলেন - Jan Zelezny।

  • মোহম্মদ নবি সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন, তিনি কোন দেশের ক্রিকেটার - আফগানিস্তান।

  • The 2024 UN Climate Change Conference কোথায় অনুষ্ঠিত হচ্ছে - Baku, Azerbaijan।


  • ভারতে National Education Day কবে পালিত হয় - ১১ নভেম্বর।

  • সম্প্রতি কোন দেশ স্টুডেন্টদের জন্য ফাস্ট ট্রাক ভিসা বন্ধ করে দিল - কানাডা।

  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Ladki Bahin Yojana Scheme, কোন রাজ্যের মহিলাদের জন্য - মহারাষ্ট্র।



নবীনতর পূর্বতন