১০ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১০ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১০ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১০ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারতীয় রেল কোন দেশের সাথে MoU স্বাক্ষর করেছে - সুইজারল্যান্ড।


  • international flim festival Of India প্রতিযোগিতায় 'country of focus' নির্বাচিত হয়েছে কোন দেশ - অস্ট্রেলিয়া।


  • Asia's international player of the years খেতাব পেল কে - দক্ষিণ কোরিয়ার Sob - Heung - min


  • Staff Selection commission এর নতুন চেয়ারম্যান কে হলেন - S. Gopalakrishnan


আরও পড়ুনঃ ৯ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • World Science Day for Peace and Development পালিত হয় কবে - ১০ ডিসেম্বর।


  • সম্প্রতি টাটা আইপিএল ২০২৫ এর অকশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে - সৌদি আরবের রিয়াদে।


  • World Immunization Day 2024 পালিত হয় কবে - ১০ নভেম্বর।


  • FICCI এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে - হর্ষবর্ধন আগরওয়াল।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Okinawicius tekdi , এটি কি - লাফানো মাকড়সা।



নবীনতর পূর্বতন