১৭ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১৭ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৭ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১৭ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • 'Come and install solar power project' উদ্যোগ লঞ্চ করল কোন রাজ্য সরকার - হিমাচল প্রদেশ।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ক্রান্তীয় ঝড় 'Sara' কোথায় দেখা গেছে - হন্ডুরাস ও মধ্য আমেরিকা।


  • সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন Tim Southee, তিনি কোন দেশের খেলোয়াড় - নিউজিল্যান্ড।


  • ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন - ব্রাজিলের Valdecy Urquiza।


আরও পড়ুনঃ ১৬ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • World Prematurity Day পালিত হয় কবে - ১৭ নভেম্বর।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Chang’e-6, এটি কি সম্পর্কিত - চন্দ্র অভিযানে চীনের স্পেসক্রাফট মিশন।


  • Operation Dronagiri লঞ্চ করল কোন মন্ত্রণালয় - মিনিস্ট্রি অফ সাইন্স এন্ড টেকনোলজি।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা সুপার সাইক্লোন Man-Yi, কোন দেশে দেখা গেছে - ফিলিপাইন্স।



নবীনতর পূর্বতন