𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৬ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৬ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়া কোন খেলোয়াড় ১০ হাজার রান পূর্ণ করলেন - গ্লেন ম্যাক্সওয়েল।
- Leads International Film Festival 2024 প্রতিযোগিতায় সেরা ছবির খেতাব পেল - মনোজ বাজপেয়ী অভিনীত 'The Fable'
- Jauljibi Mela কোন রাজ্যে অনুষ্ঠিত হয় - উত্তরাখণ্ড।
- 1st Bodoland Mohotsov কোথায় অনুষ্ঠিত হচ্ছে - নতুন দিল্লি।
আরও পড়ুনঃ ১৫ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত হওয়া Crinum andhricum, এটি কি - পূর্বঘাট পর্বতমালায় নতুন আবিষ্কৃত হওয়া একটি ফুল।
- মরিশাসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন - Navin Ramgoolam
- ৪৩ তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার (IITF) আয়োজক কোন রাজ্য/UT - নতুন দিল্লি।