𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৮ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৮ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি পুরাতন হলেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত সারদা সিনহা, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন - লোকশিল্পী।
- Multi Commodity Exchange of India (MCX) এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও CEO কে হলেন - Praveena Rai।
- First Air Taxi Station কোথায় তৈরি হচ্ছে - দুবাই।
- মিস ইউনিভার্স ২০২৪ খেতাব জিতলেন কে - ডেনমার্কের ভিক্টোরিয়া কাজেয়ার থেইলভিগ।
আরও পড়ুনঃ ১৭ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Airports Authority of India (AAI) এর নতুন চেয়ারম্যান কে হলেন - বিপিন কুমার।
- Bharati Airtel limited এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও CEO কে হবেন - Shaswat Sharma।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা koreasat-6A, এটি কি - একটি স্যাটেলাইট যেটি উৎক্ষেপন করেছে Space X সংস্থা।
- সম্প্রতি ভারতের কোন খেলা 100 বছর পূর্ণ হওয়ার উদযাপন শুরু করেছে - হকি।