𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৯ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন ভারতীয় টেনিস তারকা অবসরের ঘোষণা দিয়েছেন - প্রজনেশ গুনেশ্বরণ।
- All India Pickleball Association এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন - মন্দিরা বেদি।
- সম্প্রতি মহাকাশে ZIMSAT-2 স্যাটেলাইট লঞ্চ করলেও কোন দেশ - জিম্বাবয়ে।
- ঝাড়খণ্ডের মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন - Alka Tiwari।
আরও পড়ুনঃ ১৮ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি, কোন রাজ্য সরকার ইলেকট্রিক যানবাহনের জন্য রাস্তা এবং রেজিস্ট্রেশন করের উপর 100% ছাড় ঘোষণা করেছে - তেলেঙ্গানা।
- সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত করেছে - নাইজেরিয়া।
- সম্প্রতি, কোন রাজ্যের উপকূলীয় গ্রামগুলি ইউনেস্কো দ্বারা 'সুনামি রেডি' হিসাবে স্বীকৃত হয়েছে - ওড়িশা।
- নুগু বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সম্প্রতি খবরে ছিল, কোন রাজ্যে অবস্থিত - কর্ণাটক।
- কে দুবাই স্পোর্টস কাউন্সিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন - সানিয়া মির্জা এবং হরভজন সিং।