𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২১ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২১ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- ভারতের প্রথম নাইট সাফারি পার্ক গড়ে উঠছে কোন শহরে - লখনউতে।
- কোন রাজ্যে যৌথ সামরিক মহড়া 'পূরবী প্রহর' আয়োজিত হয়েছিল - অরুণাচল প্রদেশ।
- Miss Charm India 2024 খেতাব পেল কে - Shivangi Desai।
- India-CARICOM Summit 2024 কোথায় অনুষ্ঠিত হবে - বার্বাডোস।
আরও পড়ুনঃ ২০ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন দেশ প্রথম 'খো খো' বিশ্বকাপ আয়োজন করবে - ভারত।
- বিশ্বব্যাপী বৈষম্য কমাতে ভারত কোন দেশের সাথে ডিজিটাল পাবলিক অবকাঠামো এবং AI ব্যবহার করতে সম্মত হয়েছে - ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা।
- মহারাষ্ট্র স্টেট ওপেন ব্যাডমিন্টনের ডাবল শিরোপা জিতেছেন কে - মাহিমকার এবং প্রিশা শাহ।
- সম্প্রতি জাতিসংঘ কোন রাজ্যের বস্তার গ্রামকে পর্যটন গন্তব্য হিসেবে নাম দিয়েছে - ছত্তিশগড়।
- কোথায় 'জয়েন্ট রিলিজ 2024' মহড়ার আয়োজন করা হয়েছিল - আহমেদাবাদ এবং পোরবন্দর।