𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২০ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২০ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- যিনি সম্প্রতি জি এন্টারটেইনমেন্টের এমডি এবং সিইও পদ থেকে পদত্যাগ করেছেন - পুনিত গোয়েঙ্কা।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা গুরু ঘাসীদাস-তামর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত - ছত্রিশগড়।
- সম্প্রতি প্রয়াত হলেন পথের পাঁচালী অভিনেতা উমা দাসগুপ্ত, তিনি কোন আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন - দুর্গা।
- International Men's Day পালিত হল কবে - ১৯ নভেম্বর।
আরও পড়ুনঃ ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কাকে দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) হিসেবে নিযুক্ত করা হয়েছে - সঞ্জয় মূর্তি।
- কে টাটা স্টিল চেস ব্লিটজ খেতাব জিতেছে - ম্যাগনাস কার্লসেন।
- কোন দেশ সম্প্রতি একটি নতুন সংবিধান অনুমোদন করেছে - গ্যাবন।
- কে 14তম হকি ইন্ডিয়া সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024-এর বিজয়ী হয়েছেন - ওড়িশা।
- কোন রাজ্য 4র্থ জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে - পশ্চিমবঙ্গ।