২২ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২২ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২২ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



২২ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি অবসান নিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল, তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করেছেন - স্পেন।


  • International Fraud Awareness Week 2024 পালিত হয় কবে - ১৭ থেকে ২৩ নভেম্বর।


  • All living things environmental film festival এর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন - জ্যাকি শ্রফ।


সম্প্রতি প্রয়াত হলেন Shuntaro Tanikawa, তিনি কোন দেশের প্রখ্যাত সাহিত্যিক ছিলেন - জাপান।


আরও পড়ুনঃ ২১ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • কোন দেশ মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর শিরোপা জিতেছে - ভারত।


  • সম্প্রতি কোন দেশ জল স্বল্পতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে - ইকুয়েডর।


  • যিনি সম্প্রতি মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন - বিচারপতি ডি. কৃষ্ণকুমার।


  • কে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডেটা ব্যাঙ্ক চালু করেছিলেন - ডঃ জিতেন্দ্র সিং।


  • ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী কোন OTT প্ল্যাটফর্ম চালু করেছে - 'ওয়েভস'।



নবীনতর পূর্বতন