𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৪ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৪ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- Global Cooperative Conference 2024 কোথায় অনুষ্ঠিত হবে - ভারতে।
- Mali এর নতুন প্রধান মন্ত্রী কে হলেন - Abdoulaye Maïga।
- 5th Billie Jean King Cup 2024 শিরোপা জিতল কোন দেশ - ইতালি।
- Ramraj Cotton কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে - অভিষেক বচ্চন।
আরও পড়ুনঃ ২৩ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন রাজ্য 2025 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস এবং প্যারা গেমসের আয়োজন করবে - বিহার।
- সম্প্রতি ISRO 'গগনযান' মিশনের জন্য কোন দেশের মহাকাশ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে - অস্ট্রেলিয়া।
- জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর অনারারি জেনারেল পদমর্যাদা পেয়েছেন - নেপাল।
- সম্প্রতি সরকার কর্তৃক চালু করা "ভিশন পোর্টাল" এর প্রাথমিক উদ্দেশ্য কী - শিক্ষা, দক্ষতা উন্নয়ন, এবং টেকসই জীবিকার মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবকদের ক্ষমতায়ন।