𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৩ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৩ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- ভারতের প্রথম কনস্টিটিউশন মিউজিয়াম কোথায় তৈরি হচ্ছে - হরিয়ানা।
- সম্প্রতি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখা হলো শ্রীভূমি, এটি কোন রাজ্যের জেলা - অসম।
- sustainable trade index 2024 তালিকায় ভারতের স্থান কত তম - ২৩ তম।
- International solar alliance এর ১০৪ তম দেশ হিসেবে যুক্ত হলো কে - আর্মেনিয়া।
আরও পড়ুনঃ ২২ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Global Freight Summit 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে - দুবাই।
- সম্প্রতিক গ্রীন স্টিল বিষয়ে কোন দেশের সঙ্গে পার্টনারশিপ করল ভারত - সুইডেন।
- 'Mahila Samwad' উদ্যোগ লঞ্চ করল কোন রাজ্য সরকার - বিহার।
- সম্প্রতি প্রয়াত হলেন H.S. Bedi, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন - বিচার বিভাগ। (সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি)