𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৫ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৫ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- লন্ডনে Green World Award 2024 পেল কোন ভারতীয় কোম্পানি - কোল ইন্ডিয়া।
- 4th National Finswimming championship 2024 জিতল কোন রাজ্য - পশ্চিমবঙ্গ।
- ইলেকট্রিক ভেহিকেল এর উপর ১০০% কর মুক্ত করল কোন রাজ্য সরকার - তেলেঙ্গানা।
- Sanyukt Vimochan 2024 আয়োজন করল কোন সংস্থা - ইন্ডিয়ান আর্মি।
আরও পড়ুনঃ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Ustad Bismillah Khan Yuva Puraskar 2024 কোন ক্ষেত্রে দেওয়া হয় - শিল্প ও সংস্কৃতি।
- সম্প্রতি কোন রাজ্য সরকার আবর্জনা কর বাতিল করেছে - অন্ধ্রপ্রদেশ সরকার।
- জলবায়ু সম্পর্কিত কর্মসূচির জন্য সম্প্রতি UNICEF, কোন ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে - IndusInd।
- International pedal tournament 2024 আয়োজন করবে কোন দেশ - ভারত।