𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৬ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৬ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- অবশর নিয়েছেন অলিম্পিয়ান Emma McKeon, তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন - অস্ট্রেলিয়া।
- ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন - Dinesh Bhatia।
- National Milk Day 2024 পালিত হল কবে - ২৫ নভেম্বর।
- মলদ্বীপের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন - G. Balasubramanian।
আরও পড়ুনঃ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- ভারতের Constitution Day পালিত হয় কবে - ২৬ নভেম্বর।
- ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন - হেমন্ত সোরেন।
- Dr. Martin Luther King Jr. ‘Global Peace Award পেলেন কে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- IPL এর ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার কে হলেন - ঋষভ পন্ত।
- F1 World championship 2024 খেতাব জিতল কে - Max Verstappen।