𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৭ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৭ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোথায় বড় আকারের প্রাপ্তবয়স্ক অ্যান্টিলিয়ন "পালপারেস কনট্রারিয়াস" দেখা গেছে - তামিলনাড়ু।
- হোজাগিরি লোকনৃত্য কোন উপজাতির সাথে যুক্ত - রেয়াং।
- সম্প্রতি প্রকাশিত 'Beyond the Higgs Boson' বইটি কে লিখেছেন - মানিক কোতোয়াল।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Prova - 3' কি - ইসরো এর নতুন স্পেসক্রাফট।
আরও পড়ুনঃ ২৬ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- লিঙ্গ-ভিত্তিক সহিংসতা দূর করার জন্য ভারতে যে অভিযান শুরু হয়েছে তার নাম কী - আব কোই বাহানা না।
- আইপিএল নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে - বৈভব সূর্যবংশী।
- সম্প্রতি বিখ্যাত লেখক ব্রেইটেন ব্রেইটেনবাখ মারা গেছেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন - দক্ষিণ আফ্রিকা।
- Dongfeng-100, যা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন দেশের সুপারসনিক ক্রুজ মিসাইল - চীন।