𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৩ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- U19 World boxing championship 2024 প্রতিযোগিতায় সোনা জিতল কে - Krisha Verma
- সম্প্রতি প্রয়াত হলেন Rohit Bal, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন - ফ্যাশন ডিজাইনার।
- Collins Word of the Year 2024 কোন শব্দটি নির্বাচিত হল - Brat
- ভারতের ডিফেন্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন - IAS Rajesh Kumar Singh
- কে ভারতীয় বিমান বাহিনীর এয়ার অফিসার-ইন-চার্জ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন- এয়ার মার্শাল অজয় কুমার অরোরা
আরও পড়ুনঃ ২ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- ভারতের প্রথম এনালগ স্পেস মিশন কোথায় চালু হয়েছে- লেহ, লাদাখে
- সম্প্রতি বিবেক দেবরয় মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন- অর্থনীতি
- নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি প্রতিরক্ষা সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন- রাজেশ কুমার সিং
- Bali Padyami festival কোন রাজ্যে অনুষ্ঠিত হয় - কর্ণাটক।