৪ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৪ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৪ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৪ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • ICC anti corruption unit এর নতুন চেয়ারম্যান কে হলেন - Sumathi Darmawardena।


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ব্যালিস্টিক মিসাইল Hwasong -19 কোন দেশ উৎক্ষেপণ করল - উত্তর কোরিয়া।


  • ভারতের বেস্ট স্পোর্টস লীগ অফ দা ইয়ার হল কোনটি - প্রো কাবাডি লীগ।


  • কেন্দ্র সরকারের Nomo Drone Didi Scheme লঞ্চ করল কোন মন্ত্রণালয় - ministry of agriculture and farmer welfare।


আরও পড়ুনঃ ৩ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে Exercise ‘Garud Shakti’ অনুষ্ঠিত হলো - ইন্দোনেশিয়া।


  • Deepam 2.0 Scheme কোন রাজ্যে লঞ্চ হল - অন্ধ্রপ্রদেশ (মহিলাদের ফ্রি গ্যাস সিলিন্ডার প্রদান)।


  • সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশ ভিজিট করলেন - অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর।


নবীনতর পূর্বতন