𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩০ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৩০ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন : ভারতে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ICFT-UNESCO Gandhi Medal জিতল কোন সিনেমা?
উত্তর : সুইডিশ সিনেমা CROSSING।
প্রশ্ন : K-4 ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো কোন দেশ?
উত্তর : ভারত।
প্রশ্ন : HPCL এর চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
উত্তর : অমিত গর্গ।
আরও পড়ুনঃ ২৯ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন : 'Desh Ka Prakriti Parikshan Abhiyan' উদ্যোগ নিল কোন মন্ত্রক?
উত্তর : মিনিস্ট্রি অফ আয়ুশ।
প্রশ্ন : Indian Film Personality of the year at IFFI 2024 সম্মান পেলেন কে?
উত্তর : অভিনেতা বিক্রান্ত ম্যাসি।