𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৫ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৫ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- AI Preparedness Index 2023 তালিকায় ভারতের স্থান কত তম - ৭২ (সিঙ্গাপুর প্রথম)।
- MCX এর CEO ও MD পদে কে নিযুক্ত হলেন - Praveena Rai।
- সম্প্রতি Duma Boko, কোন দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন - Botswana।
- প্রথম Asian Buddhist Summit 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে - ভারত।
আরও পড়ুনঃ ৪ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন রাজ্যে বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য উদ্বোধন করা হয়েছে - গুজরাট।
- সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের কোন ক্রিকেটার - ঋদ্ধিমান সাহা।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা LignoSat, এটি কি সম্পর্কিত - বিশ্বের প্রথম Wooden স্যাটেলাইট যেটি তৈরি করেছে জাপান।
- ভারতের কোন ভাষা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে জায়গা পেল - বাংলা।
- Swiss Open Indoor Archery 2024 প্রতিযোগিতায় অতনু দাস কি পদক জিতল - ব্রোঞ্জ।