𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৬ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৬ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন রাজ্য সরকার তাপ প্রবাহকে রাজ্য দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে - তামিলনাড়ু।
- কচ্ছপ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা খবরে দেখা গিয়েছিল, উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত - বারাণসী।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, আলস্টোনিয়া স্কলারিস কি - এটি একটি ক্রান্তীয় গাছ।
- কোন মন্ত্রক ডিজিটাল ইন্ডিয়া কমন সার্ভিস সেন্টার (DICSC) প্রকল্প চালু করেছে - ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ৫ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামের মহাসচিব পদে নিযুক্ত হলেন কে - ডঃ জ্যাকলিন ডি'অ্যারোস হিউজ।
- ভারতের নতুন কনস্যুলেট জেনারেল উদ্বোধন হলো কোন দেশে - অস্ট্রেলিয়া।
- সম্প্রতি ভারতের সাথে কোন দেশের সামরিক মহড়া 'Vinbax' অনুষ্ঠিত হলো - ভিয়েতনাম।
- সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের ভিসা মুক্ত প্রবেশ অধিকার নির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে - থাইল্যান্ড।
- কোন দেশের সাথে ভারত সম্প্রতি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে- আলজেরিয়া।