৮ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৮ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৮ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৮ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • National Cancer Awareness Day কবে পালিত হয় - ৭ নভেম্বর।


  • Henley Passport Index 2024 তালিকাতে প্রথম স্থান আছে কোন দেশ - সিঙ্গাপুর।


  • সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত Kanaka Raju, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন - নৃত্য।


  • সম্প্রতি প্রকাশিত mountain mammals of the world বইটি কার লেখা - Dr. MK Ranjitsinh।


আরও পড়ুনঃ ৭ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি কোন রাজ্য সরকার Sardar Sammelan কে 'রাজ্য উৎসব' হিসেবে ঘোষণা করল - তেলেঙ্গানা।


  • World Urbanism Day পালিত হয় কবে - ৮ ই অক্টোবর।


  • সম্প্রতি কোন রাজ্য সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ ৩৩% থেকে ৩৫% করেছে - মধ্য প্রদেশ।




নবীনতর পূর্বতন