৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৯ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • World Radiography Day 2024 পালিত হল কবে - ৮ নভেম্বর।


  • Poorvi Prahar মিলিটারি মহড়া কাদের মধ্যে অনুষ্ঠিত হবে - ভারতীয় আর্মি, নেভি ও এয়ার ফোর্স এর মধ্যে।


  • Rohini Nayyar Prize 2024 পেল কে - ওড়িশার সোশ্যাল ওয়ার্কার, অনিল প্রধান।


  • জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ AUSTRAHIND 2024 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে - ভারত ও অস্ট্রেলিয়া।


আরও পড়ুনঃ ৮ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা বিদর দুর্গ, এটি কোন রাজ্যে অবস্থিত - কর্ণাটক।


  • সম্প্রতি প্রয়াত হলেন Dinanath Batra, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন - আইনজীবী।


  • QS Asia Ranking হিসেবে সাউথ এশিয়া ক্যাটেগরিতে Top University হল কোনটি - IIT দিল্লি।



নবীনতর পূর্বতন