১১ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১১ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১১ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


১১ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: রবীন্দ্র নাথ মাহাতো


প্রশ্ন: ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত আইএনএস তুশিল কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে?

উত্তর: রাশিয়া


প্রশ্ন: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন?

উত্তর: কর্নাটক


প্রশ্ন: প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শাজি এন করুন সম্প্রতি মালায়ালাম সিনেমায় অবদানের জন্য কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন?

উত্তর: জেসি ড্যানিয়েল পুরস্কার 2023


প্রশ্ন: 1st Guwahati Asian Film Festival 2025 এর থিম কি?

উত্তর: Cinema Beyond Borders


প্রশ্ন: জন মহামা সম্প্রতি কোন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন?

উত্তর: ঘানার


প্রশ্ন: প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর: 10 ডিসেম্বর


আরও পড়ুনঃ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কে ভারতের মহিলা অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন?

উত্তর: জোয়াকিম আলেকজান্ডারসন


নবীনতর পূর্বতন