১২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

 

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১২ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।

 

কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: 2024 সালে ভারতীয়রা গুগলে কোন পর্যটন স্পট সবচেয়ে বেশি সার্চ করেছে?

উত্তর: আজারবাইজান


প্রশ্ন: দেশের কয়টি পঞ্চায়েত এই বছর জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছিল?

উত্তর: 45


প্রশ্ন: সম্প্রতি UNESCO Award for Heritage Restoration পেল Abathsahayeshwarar টেম্পল, এটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: তামিলনাড়ু


প্রশ্ন: সম্প্রতি কোন ভারতীয়কে 'চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে?

উত্তর: মাধব গাডগিল


আরও পড়ুনঃ ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন কোম্পানি ক্রিকেটার ঋষভ পন্তকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে?

উত্তর: TechJockey


প্রশ্ন: কোন রাজ্যে প্রতি বছর ঈগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল পালিত হয়?

উত্তর: অরুণাচল প্রদেশ


প্রশ্ন: প্রতি বছর কখন ইউনিসেফ ফাউন্ডেশন ডে পালিত হয়?

উত্তর: 11 ডিসেম্বর

 

প্রশ্ন: কোন দেশ 20তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে?

উত্তর: জাপান


প্রশ্ন: সম্প্রতি BCCI-এর ভারপ্রাপ্ত সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর: দেবজিৎ সাইকিয়া


নবীনতর পূর্বতন