𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর 11 তম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর : মাসাতো কান্দা
প্রশ্ন: এনগাদা উৎসব, যা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন উপজাতি পালন করে?
উত্তর : রেংমা
প্রশ্ন: সম্প্রতি ভারতের রাজস্থানে দীর্ঘতম পরিযায়ী পাখি হিসেবে উড়ে আসার রেকর্ড ভেঙ্গে যাওয়া পাখির নাম কী?
উত্তর : ডেমোইসেল ক্রেন
প্রশ্ন: NSDL এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
উত্তর : Vijay Chandok
আরও পড়ুনঃ ১ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার 'গবাদিপশু বীমা প্রকল্প' চালু করেছে?
উত্তর : কেরালা
প্রশ্ন: উরুগুয়ে পরবর্তী প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হবেন?
উত্তর : Yamandú Orsi
প্রশ্ন: World Trade Organisation (WTO) এর ডিরেক্টর জেনারেল পদে কে নির্বাচিত হলেন?
উত্তর : Dr. Ngozi Okonjo-Iweala