𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৩ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই পরিচালক হিসেবে কাকে মনোনীত করেছেন?
উত্তর : কাশ প্যাটেল
প্রশ্ন: কোন কোম্পানির সাথে GAIL LNG জাহাজের জন্য একটি দীর্ঘমেয়াদী চার্টার চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর : "K" Line
প্রশ্ন: নটর-ডেম ক্যাথেড্রাল, যা খবরে দেখা গেছে, কোন দেশে অবস্থিত?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন: আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম (CPP) প্রাথমিকভাবে কোন খাতের সাথে সম্পর্কিত?
উত্তর : হার্টিকালচার
আরও পড়ুনঃ ২ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: হান্ডিগোডু কী ধরনের রোগ, সেটা সম্প্রতি খবরে দেখা গেছে?
উত্তর : হাড় ও জয়েন্টের রোগ
প্রশ্ন: হাই এনার্জি স্টেরিওস্কোপিক সিস্টেম (HESS) অবজারভেটরি, যা খবরে দেখা গেছে, কোন দেশে অবস্থিত?
উত্তর : নামিবিয়া
প্রশ্ন: সম্প্রতি জয় শাহ কোন সমস্ত সর্বকনিষ্ঠ সভাপতি পদে নিযুক্ত হলেন?
উত্তর : ICC
প্রশ্ন: প্রতি বছর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়?
উত্তর : ০২ ডিসেম্বর
প্রশ্ন: সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে কে স্বর্ণপদক জিতেছেন?
উত্তর : পিভি সিন্ধু