২৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৪ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



২৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: Travel and tourism development index 2024 তালিকায় ভারত কোন স্থানে আছে? 

উত্তর: ৪০ তম।


প্রশ্ন: ISSF Junior World Cup 2024 আয়োজন করছে কোন দেশ? 

উত্তর: ভারত।


প্রশ্ন: কেন্দ্র সরকার Udaan Yatri Cafe উদ্যোগ কোন এয়ারপোর্টে লঞ্চ করল? 

উত্তর: কলকাতা এয়ারপোর্ট।


প্রশ্ন: National farmers day কবে পালিত হয়? 

উত্তর: ২৩ ডিসেম্বর।


আরও পড়ুনঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: National mathematics day কবে পালিত হয়? 

উত্তর: ২২ ডিসেম্বর।


প্রশ্ন: Network Readiness Index 2024 তালিকায় ভারতের স্থান কত? 

উত্তর: ৪৯ তম।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? 

উত্তর: কুয়েত।


প্রশ্ন: United Nation Internal Justice Council এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? 

উত্তর: ভারতের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি Madan B Lokur।


নবীনতর পূর্বতন