𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৫ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৫ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ভারতের সবথেকে পরিচ্ছন্ন বিমানবন্দরের তকমা পেল কোন বিমানবন্দর
উত্তর: ইন্দোর বিমানবন্দর।
প্রশ্ন: Women's Kabaddi World Cup 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে
উত্তর: ভারত।
প্রশ্ন: রণ উৎসব কোন রাজ্যে পালিত হয়
উত্তর: গুজরাট।
প্রশ্ন: ভারতে Good Governance Day কবে পালিত হয়
উত্তর: ২৫ ডিসেম্বর।
আরও পড়ুনঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন তৈরি করল কোন দেশ
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: Wall Street Journal ভারতের কোন রাজ্যকে Global destination 2025 ঘোষণা করেছে
উত্তর: মধ্য প্রদেশ।
প্রশ্ন: National Human Rights Commission নতুন চেয়ারপার্সন কে হলেন
উত্তর: অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি V.Ramasubramanian।
প্রশ্ন: প্রজাতন্ত্র দিবস 2025 এর থিম কি - Swarnim Bharat
উত্তর: Virasat aur Vikas।
প্রশ্ন: প্রতিবছর National Consumer Day কবে পালিত হয়
উত্তর: ২৪ ডিসেম্বর।