𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৭ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৭ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: North East Bankers Conclave 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ত্রিপুরা
প্রশ্ন: মনিপুরের নতুন গভর্নর কে হলেন?
উত্তর: Ajay Kumar Bhalla
প্রশ্ন: ওড়িশার নতুন গভর্নর কে হলেন?
উত্তর: Hari Babu Kambhampati
প্রশ্ন: কে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তর: অরুনীশ চাওলা
আরও পড়ুনঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: অমিতাভ চ্যাটার্জি সম্প্রতি কোন ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন?
উত্তর: জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক
প্রশ্ন: মার্টিনা দেবী মাইবাম এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছিলেন?
উত্তর: রৌপ্য
প্রশ্ন: Viksit Panchayat Karmayogi উদ্যোগ লঞ্চ করল কোন মন্ত্রী?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং
প্রশ্ন: Republic of Moldova এর নতুন রাষ্ট্রপতি কে হলেন?
উত্তর: Maia Sandu
প্রশ্ন: টোঙ্গা' র নতুন প্রধানমন্ত্রী কে নিযুক্ত হলেন?
উত্তর: Aisake Valu Eke
প্রশ্ন: হিমাচল প্রদেশ হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে হলেন?
উত্তর: G.S. Sandhawalia