𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৬ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৬ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: অয়েল ইন্ডিয়া লিমিটেড দ্বারা সম্প্রতি কাকে সিএফও (প্রধান আর্থিক কর্মকর্তা) হিসাবে নিযুক্ত করা হয়েছে
উত্তর: অভিজিৎ মজুমদার।
প্রশ্ন: নিচের কোনটিতে ভারতের প্রথম বায়ো-বিটুমিন জাতীয় মহাসড়ক উদ্বোধন করা হয়েছে
উত্তর: নাগপুর।
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য/UT দলিত ছাত্রদের জন্য ডঃ আম্বেদকর বৃত্তি চালু করা করেছে
উত্তর: দিল্লি।
প্রশ্ন: ভোপালে সিনিয়র ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ কে স্বর্ণপদক জিতেছে
উত্তর: শাহু তুষার মানে।
আরও পড়ুনঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: NITI Aayog কোন আন্তর্জাতিক সংস্থার সাথে Youth Co: Lab Initiative চালু করেছে
উত্তর: United Nations Development Program (UNDP)।
প্রশ্ন: জাতীয় ভোক্তা দিবস 2024 এর থিম কি
উত্তর: ভার্চুয়াল শুনানি এবং গ্রাহক বিচারে ডিজিটাল অ্যাক্সেস।
প্রশ্ন: সম্প্রতি প্রয়াত হলেন Shyam Benegal, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন
উত্তর: চলচ্চিত্র নির্মাতা।
প্রশ্ন: National Science Drama Festival কোথায় অনুষ্ঠিত হবে
উত্তর: দিল্লি।