𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৪ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি UNESCO দ্বারা ভারতের কোন রাজ্যটিকে ঐতিহ্য পর্যটনের শীর্ষ গন্তব্য হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তর : পশ্চিমবঙ্গ
প্রশ্ন: কে এশিয়ান ই স্পোর্টস গেমসে ই-ফুটবল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে?
উত্তর : পবন কাম্পেলি
প্রশ্ন: Aster Guardians Global Nursing Award 2024 কে পেলেন?
উত্তর : Maria Victoria Juan (ফিলিপাইনস)
প্রশ্ন: শ্রীলংকার চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হলেন?
উত্তর : Murdu Fernando
আরও পড়ুনঃ ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: কোন শব্দটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2024 সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে?
উত্তর : Brain Rot
প্রশ্ন: কোথায় Uber এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবার অধীনে শিকারা রাইড বুকিং চালু করেছে?
উত্তর : ডাল লেক (শ্রীনগর)
প্রশ্ন: কোন শহর বিশ্ব সামুদ্রিক সম্মেলন 2024 আয়োজন করছে?
উত্তর : চেন্নাই
প্রশ্ন: 3 ডিসেম্বর কোন মহান ভারতীয় খেলোয়াড়ের মৃত্যুবার্ষিকী পালিত হলো?
উত্তর : মেজর ধ্যানচাঁদ
প্রশ্ন: রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে কোন রাজ্যের অষ্টম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে?
উত্তর : মধ্যপ্রদেশ