WhatsApp Join Whatsapp Group
Telegram Join Telegram Group
৫ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

৫ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com



𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৫ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৫ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন?

উত্তর : দেবেন্দ্র ফড়নবিশ


প্রশ্ন: 63rd ISAM Conference 2024 কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : বেঙ্গালুরু


প্রশ্ন: PARAKH Rashtriya Sarvekshan 2024 আয়োজন করল কোন সংস্থা?

উত্তর : NCERT


প্রশ্ন: Ashtalakshmi Mahotsav 2024 অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর : নতুন দিল্লি


আরও পড়ুনঃ ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: নামিবিয়ার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর পদে কে নিযুক্ত হলেন?

উত্তর : Nandi-Ndaitwah


প্রশ্ন: World Soil Day পালিত হয় কবে?

উত্তর : ০৫ ডিসেম্বর


প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আসা MH-60R, এটি কোন দেশের অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার?

উত্তর : আমেরিকা


প্রশ্ন: ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হল?

উত্তর : ৪ ডিসেম্বর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ