𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৮ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৮ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: পুনতাসংছু II জলবিদ্যুৎ প্রকল্প, যা খবরে দেখা গেছে, কোন দেশে অবস্থিত?
উত্তর: ভুটান
প্রশ্ন: Prashasan Gaon Ki Ore প্রচার লঞ্চ করল কোন সরকার?
উত্তর: কেন্দ্র সরকার
প্রশ্ন: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?
উত্তর: Shammi Silva
প্রশ্ন: Raymond Lifestyle এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
উত্তর: Gautam Hari Singhania
আরও পড়ুনঃ ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: Harimau Shakti 2024 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ভারত ও কোন দেশের অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: মালয়েশিয়া
প্রশ্ন: সোনাই-রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, যা সম্প্রতি খবরে ছিল?
উত্তর: অসম
প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আসা MuleHunter.AI কোন সংস্থার সঙ্গে যুক্ত?
উত্তর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
প্রশ্ন: প্রতি বছর কোন দিনটিকে মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়?
উত্তর: ৬ ডিসেম্বর