৭ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৭ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৭ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৭ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্মের থিম দেশ কোনটি?

উত্তর: ফ্রান্স।


প্রশ্ন: Turner prize 2024 কে পেলেন?

উত্তর: Jasleen Kaur।


প্রশ্ন: International Civil Aviation Day কবে পালিত হয়?

উত্তর: ৭ ডিসেম্বর।


প্রশ্ন: National Armed Forces Flag Day কবে পালিত হয়?

উত্তর: ৭ ডিসেম্বর।


আরও পড়ুনঃ ৬ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ন্যায্য বাণিজ্য এবং ভোক্তা সুরক্ষার জন্য ভোক্তা বিষয়ক বিভাগ দ্বারা তৈরি পোর্টালটির নাম কী?

উত্তর: ন্যাশনাল লিগ্যাল মেট্রোলজি পোর্টাল।


প্রশ্ন: আন্তর্জাতিক গীতা মহোৎসব-2024-এর আয়োজক কোন রাজ্য?

উত্তর: হরিয়ানা।


প্রশ্ন: ওমানের মাস্কাটে পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ 2024 শিরোপা জিতেছে কোন দেশ?

উত্তর: ভারত।


প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আসা তিখির উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যে দেখা যায়?

উত্তর: নাগাল্যান্ড।


প্রশ্ন: Indira Gandhi Peace Prize 2024 কে পেলেন?

উত্তর: Veronica Bachelet।


নবীনতর পূর্বতন