৩ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৩ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৩ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন আইআইটি সম্প্রতি ব্যথাহীন ইনজেকশনের জন্য একটি সূচবিহীন শক সিরিঞ্জ তৈরি করেছে 

উত্তর: IIT মুম্বাই।


প্রশ্ন: সম্প্রতি দ্বিতীয়বার 'গ্রেট প্লেস টু ওয়ার্ক'-এর মর্যাদা পেয়েছে কোন সংস্থা 

উত্তর: SAIL।


প্রশ্ন: সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব কে হয়েছেন 

উত্তর: কে বিজয়ানন্দ।


প্রশ্ন: কোন ক্রীড়াবিদকে খেলরত্ন পুরস্কার 2025-এ সম্মানিত করা হবে 

উত্তর: গুকেশ ডি, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার এবং মনু ভাকের।


আরও পড়ুনঃ ২ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন কেন্দ্রীয় মন্ত্রীরা 'জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ: থ্রু দ্য এজেস' বইটি প্রকাশ করেছেন 

উত্তর: অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধান।


প্রশ্ন: কে যৌথভাবে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে 

উত্তর: ম্যাগনাস কার্লসেন এবং ইয়ান নেপোমনিয়াচ্চি।


প্রশ্ন: সম্প্রতি কে CRPF-এর Director General হিসেবে নিযুক্ত হয়েছেন 

উত্তর: ভিতুল কুমার।


প্রশ্ন: বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল 

উত্তর: নিউইয়র্ক।


প্রশ্ন: কোন দেশ 2023-2024 সাল পর্যন্ত সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী হয়ে উঠেছে 

উত্তর: ভারত।


নবীনতর পূর্বতন