৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৪ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন দেশ জনসমক্ষে মহিলাদের বোরকা পরা নিষিদ্ধ করেছে 

উত্তর: সুইজারল্যান্ড


প্রশ্ন: সম্প্রতি নিউইয়র্কে মহিলাদের বিভাগে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে 

উত্তর: জু ওয়েনজুন


প্রশ্ন: কোন ভারতীয় বিমান সংস্থা সম্প্রতি অভ্যন্তরীণ ফ্লাইটে ইন-ফ্লাইট ওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা শুরু করে 

উত্তর: এয়ার ইন্ডিয়া


প্রশ্ন: সম্প্রতি গুজরাটে কোন নতুন জেলা করা হয়েছে

উত্তর:  ভাভ-থারদ


আরও পড়ুনঃ ৩ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন মন্ত্রণালয় ২০২৫ সালকে ' সংস্কারের বছর' হিসেবে ঘোষণা করেছে 

উত্তর:  প্রতিরক্ষা মন্ত্রণালয়


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য 33তম বার সন্তোষ ট্রফি জিতেছে 

উত্তর: পশ্চিমবঙ্গ


প্রশ্ন: সম্প্রতি মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার জন্য কোন দেশ আইন করেছে 

উত্তর: জিম্বাবুয়ে


প্রশ্ন: সম্প্রতি UIDAI-এর CEO হিসেবে কে দায়িত্ব নিয়েছেন 

উত্তর: ভুবনেশ কুমার


প্রশ্ন: সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ড কে গ্রহণ করেছেন 

উত্তর: জিতেন্দ্র মিশ্র


নবীনতর পূর্বতন