৫ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৫ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৫ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৫ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি প্রথম উপকূলীয় পাখি গণনা শুরু করল কোন রাজ্য 

উত্তর: গুজরাট


প্রশ্ন: 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের স্থান কোন শহরে 

উত্তর: ভোপাল


প্রশ্ন: কোন ইনস্টিটিউট সম্প্রতি মাটির দূষণ মোকাবেলা এবং কৃষিকে উৎসাহিত করার জন্য ব্যাকটেরিয়া তৈরি করেছে 

উত্তর: IIT বোম্বে


প্রশ্ন: কোন রাজ্য সরকার সম্প্রতি ছাত্রদের মধ্যে বই পড়ার সংস্কৃতিকে উন্নীত করার জন্য রাজ্যব্যাপী প্রচার শুরু করেছে 

উত্তর: মহারাষ্ট্র


আরও পড়ুনঃ ৪ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি বিহারের 42তম রাজ্যপাল হিসেবে কে শপথ নিয়েছেন 

উত্তর: আরিফ মোহাম্মদ খান


প্রশ্ন: সম্প্রতি প্রয়াত হলেন রাজা গোপালা চিদম্বরম, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন 

উত্তর: পদার্থবিদ


প্রশ্ন: সম্প্রতি বাল্যবিবাহ বন্ধ করার জন্য কোন দেশ প্রচার শুরু করেছে 

উত্তর: নেপাল


প্রশ্ন: সম্প্রতি 'জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ: থ্রু দ্য এজেস' বইটি কে প্রকাশ করেছেন 

উত্তর: অমিত শাহ


প্রশ্ন: সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কার কে পাবেন

উত্তর: প্রতিভা সতপতী


নবীনতর পূর্বতন