𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৬ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৬ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: কোন রাজ্যে একটি সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হবে
উত্তর: মধ্যপ্রদেশ
প্রশ্ন: ভারত সরকার সম্প্রতি ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (SMR) উন্নয়নের জন্য যে মিশন ঘোষণা করেছে তার নাম কী
উত্তর: পারমাণবিক শক্তি মিশন
প্রশ্ন: সম্প্রতি খবরে দেখা যাওয়া হেনিপাভাইরাসের প্রাকৃতিক আবাসস্থল কোন প্রজাতি
উত্তর: ফলের বাদুড়
প্রশ্ন: সম্প্রতি অবসর নিলেন Simona Halep, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন
উত্তর: টেনিস
আরও পড়ুনঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ৬৭তম গ্র্যামি পুরষ্কারে সেরা নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে কে গ্র্যামি পুরষ্কার জিতেছেন
উত্তর: চন্দ্রিকা ট্যান্ডন
প্রশ্ন: টাটা স্টিল মাস্টার্স ২০২৫ খেতাব কে জিতেছেন
উত্তর: আর. প্রজ্ঞানন্দ
প্রশ্ন: চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের MD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে
উত্তর: এইচ. শঙ্কর
প্রশ্ন: ইসরায়েলের নতুন প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে
উত্তর: মেজর জেনারেল ইয়াল জামির