১৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৯ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


১৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন আইআইটি বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টিউব তৈরি করছে 

উত্তর: আইআইটি মাদ্রাজ


প্রশ্ন: Jaman Lal Sharma Award ২০২৫ পেল কোন সংস্থা 

উত্তর: প্রসার ভারতী


প্রশ্ন: Kabaddi World Cup 2025 কোথায় অনুষ্ঠিত হবে 

উত্তর: ইংল্যান্ড


প্রশ্ন: Rajiv Yuva Vikasam স্কিম লঞ্চ করল কোন সরকার 

উত্তর: তেলেঙ্গানা


আরও পড়ুনঃ ১৮ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন মহাকাশ সংস্থা নাসার সাথে সহযোগিতা করে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য একটি মানববাহী অভিযান শুরু করে 

উত্তর: স্পেসএক্স


প্রশ্ন: রমাকান্ত রথ, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি একজন কবি হিসেবে বিখ্যাত ছিলেন 

উত্তর: কবি


প্রশ্ন: লন্ডনে সেন্ট্রাল ব্যাংকিং কর্তৃক কোন সংস্থা ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড ২০২৫ জিতেছে 

উত্তর: আরবিআই


প্রশ্ন: সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগ (WPL) খেতাব কে জিতেছে 

উত্তর: মুম্বাই ইন্ডিয়ান্স


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন 

উত্তর: নিউজিল্যান্ড


নবীনতর পূর্বতন