২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: SBI Life এর Deputy CEO কে হলেন? 

উত্তর: Dorababu Daparti


প্রশ্ন: জনস্বাস্থ্যসেবা সংক্রান্ত নবম জাতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: ওড়িশা


প্রশ্ন: কোন দেশ ২০২৫ সালে তৃতীয় SABA মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে?

উত্তর: ভারত


প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আশা ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালা


আরও পড়ুনঃ ১ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুলের শিশুদের জন্য দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে?

উত্তর: রাজস্থান


প্রশ্ন: আইএসএসএফ শটগান বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: সাইপ্রাস


প্রশ্ন: সম্প্রতি কোন দেশ ২০২৫ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড চ্যাম্পিয়নশিপ জিতেছে?

উত্তর: ইন্দোনেশিয়া


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে 'নিয়োকুম ইউলো উৎসব' পালিত হয়েছে?

উত্তর: অরুণাচল প্রদেশ


প্রশ্ন: World Civil Defence Day 2025 পালিত হয় কবে?

উত্তর: ১ মার্চ


নবীনতর পূর্বতন