১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি প্রয়াত অনিল জোশী কোন ক্ষেত্রে তাঁর কাজের জন্য পরিচিত ছিলেন? 

উত্তর: কবি


প্রশ্ন: সম্প্রতি প্রয়াত হলেন Uttam Mohanty, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? 

উত্তর: জনপ্রিয় উড়িয়া অভিনেতা


প্রশ্ন: SEBI নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? 

উত্তর: Tuhin Kanta Pandey


প্রশ্ন: Banaras Lit Fest Award 2025 কে পেলেন? 

উত্তর: Raj Kamal Jha


আরও পড়ুনঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি, কোন রাজ্যের 'বেলুর গ্রামে' শতাব্দী প্রাচীন "আত্ম পূজা" রীতির ধ্বংসাবশেষ পাওয়া গেছে?

উত্তর: কেরালা


প্রশ্ন: গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কোন রাজ্যে "প্রগতি পথ" প্রকল্প চালু করা হবে?

উত্তর: কর্ণাটক


প্রশ্ন: DRDO কোথায় তাদের প্রথম নৌ-জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (NASM-SR) সফলভাবে পরীক্ষা করেছে?

উত্তর: ওড়িশা


প্রশ্ন: 'জল-ল্যান্ড ডিফেন্স ২০২৫' সামরিক মহড়া কোন রাজ্যে আয়োজন করা হয়েছিল?

উত্তর: গুজরাট


নবীনতর পূর্বতন