𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৮ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: International Conference on Carbon Markets কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: নতুন দিল্লি
প্রশ্ন: International Radiobiology Conference on Space radiation কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: নতুন দিল্লি
প্রশ্ন: চাঁদের জল পরীক্ষায় Lunar Trailblazer Satellite লঞ্চ করল কোন সংস্থা?
উত্তর: নাসা
প্রশ্ন: Ratan Tata Endowment Foundation-এর চেয়ারম্যান কে হলেন?
উত্তর: N. Chandrasekaran
আরও পড়ুনঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: কোন দেশকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাসপোর্ট ঘোষণা করা হয়েছে?
উত্তর: মেক্সিকো
প্রশ্ন: কোন দেশ 'চায়না স্যাট-১০আর' উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে?
উত্তর: চীন
প্রশ্ন: গ্রিন ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া (GTAI) কোথায় চালু হয়েছিল?
উত্তর: ডেনমার্ক
প্রশ্ন: কোন শহরকে সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ঘোষণা করা হয়েছে?
উত্তর: ইন্দোর
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার সৌরশক্তি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সাথে সৌর প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর: মধ্যপ্রদেশ