১২ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

১২ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১২ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।

কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।

তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।

১২ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট কোথায় স্থাপিত হবে 

উত্তর: ওড়িশা

প্রশ্ন: কোন রাজ্য ২০২৫ সালের জাতীয় উপজাতি যুব উৎসবের আয়োজক 

উত্তর: ওড়িশা

প্রশ্ন: সম্প্রতি তৃতীয় BIMSTEC কৃষিমন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে 

উত্তর: নেপাল

প্রশ্ন: ভারত কোন দেশের সাথে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে 

উত্তর: ইসরাইল

প্রশ্ন: সম্প্রতি প্রথম হিমালয়ান জলবায়ু কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে 

উত্তর: উধমপুর

প্রশ্ন: ভারত কোন দেশ থেকে তার নৌবাহিনীর জন্য ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে 

উত্তর: ফ্রান্স


প্রশ্ন: সম্প্রতি কবে CRPF বীরত্ব দিবস পালিত হয়েছিল 

উত্তর: ৯ এপ্রিল

প্রশ্ন: গ্লোবাল টেকনোলজি সামিট (GTS) 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 

উত্তর: নয়াদিল্লি

প্রশ্ন: সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত উইলো ব্যাট কোথা থেকে এসেছে 

উত্তর: জম্মু ও কাশ্মীর

প্রশ্ন: আরবিআই সম্প্রতি কত শতাংশ সুদের হার কমিয়েছে 

উত্তর: ০.২৫%

প্রশ্ন: গুরুত্বপূর্ণ খনিজ খাতে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য সরকার ২০২৫ সালে যে মিশন শুরু করেছিল তার নাম কী 

উত্তর: জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন

প্রশ্ন: IIM আহমেদাবাদ কোথায় তাদের প্রথম বিদেশী ক্যাম্পাস খুলবে 

উত্তর: দুবাই

প্রশ্ন: বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে 

উত্তর: বিরল ডাবরা

প্রশ্ন: মাদাগাস্কারে সাম্প্রতিক গবেষণা অনুসারে, কোন প্রজাতিটি হান্টাভাইরাসের একচেটিয়া বাহক হিসাবে চিহ্নিত হয়েছে 

উত্তর: কালো ইঁদুর

নবীনতর পূর্বতন