𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৩ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৩ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: বিশ্ব পার্কিনসন দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়
উত্তর: ১১ এপ্রিল
প্রশ্ন: সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত তাঁতজাত পণ্য "রেন্ডিয়া" কোথা থেকে এসেছে
উত্তর: মেঘালয়
প্রশ্ন: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন
উত্তর: স্লোভাকিয়া
প্রশ্ন: সম্প্রতি খবরে প্রকাশিত মাউন্ট কানলাওন কোন দেশে অবস্থিত
উত্তর: ফিলিপাইন
প্রশ্ন: কোন দেশের বায়োটেক ফার্ম ডেয়ার উলফের পুনর্জন্মের দাবি করেছে
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
আরও পড়ুনঃ ১২ এপ্রিল ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ক STREE সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে
উত্তর: হায়দ্রাবাদ
প্রশ্ন: জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কারে কে ভূষিত হন
উত্তর: রাজেশ উন্নি
প্রশ্ন: BM-04 হল একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SRBM) যা কোন সংস্থা দ্বারা তৈরি
উত্তর: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)
প্রশ্ন: কোন রাজ্যের পুলিশ পোর্টাল পুলিশ সুরক্ষা বিভাগে SKOCH পুরস্কার পেয়েছে
উত্তর: উত্তরপ্রদেশ
প্রশ্ন: কোন দেশ ৬ ঘন্টার মধ্যে একটি 3D-প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করে
উত্তর: জাপান
প্রশ্ন: সম্প্রতি খবরে দেখা যায় যে লিজিওনেয়ার্স রোগটি কোন কার্যকারক দ্বারা সৃষ্ট
উত্তর: ব্যাকটেরিয়া
প্রশ্ন: ২০২৫ সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি হয়ে ওঠে
উত্তর: জুস্পে